প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল
খেলাধূলা ডেস্ক: আর্সেনাল এবং লিভারপুল দুই দলেরই চাওয়া ছিল প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা। সে লক্ষ্যেই একে অপরের বিপক্ষে মাঠে নেমেছিল গত রাতে। তবে শীর্ষস্থান ধরে রাখতে মাইকেল আর্তেতার দলের ড্র করলেই হত, অন্যদিকে অল রেডদের পেতে হত জয়। এমন সমীকরণ শেষ পর্যন্ত মেলাতে পেরেছে আর্সেনালই। লিভারপুলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে এক নম্বরে থেকেই বড়দিন উদযাপন করবে গানাররা।
অ্যানফিল্ডে ম্যাচের চতুর্থ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েলের গোলে এগিয়ে যায় আর্সেনাল। গোল খেয়ে উল্টো আক্রমণ বাড়ায় লিভারপুল। এতে ম্যাচের ২৯মিনিটেই আসে সাফল্য। অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের থ্রু পাসে দুর্দান্ত গোলটি করেন মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। এ নিয়ে লিগে ১৮ ম্যাচে তার গোল হলো ১২টি। তার চেয়ে ২ গোল বেশি নিয়ে গোলদাতার তালিকায় শীর্ষে আছেন ম্যানচেস্টার সিটির আরালিং হালান্ড।
প্রথমার্ধেই ১-১ গোলে সমতার পর দ্বিতীয়ার্ধে গোল করার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল অল রেডরা। তবে জার্গেন ক্লপের শিষ্যরা সেসব কাজে লাগাতে পারেননি। ফলে শেষ পর্যন্ত ঘরের মাঠে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
এই ড্রয়ের পরও পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে আর্সেনাল। ১৮ ম্যাচে ১২ জয় ও ৪ ড্রয়ে ৪০ পয়েন্ট আর্সেনালের। সমান ম্যাচে ১১ জয় ও ৬ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল। লিভারপুলের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তিনে অ্যাস্টন ভিলা।
তালিকায় চতুর্থ স্থানে আছে টটেনহ্যাম। পাঁচ নম্বরে নেমে যাওয়া ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩৪। অবশ্য একটি ম্যাচ কম খেলেছে তারা। ৩০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ওয়েস্ট হ্যাম। ২৮ পয়েন্ট নিয়ে আটে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
বিনিয়োগবার্তা/এনএএস//