স্প্যানিশ গান ‘দেসপাসিতো’ বদলে দিল পুয়ের্তো রিকোর অর্থনৈতিক চিত্র

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : সম্প্রতি সাড়া জাগানো স্প্যানিশ গান ‘দেসপাসিতো’ বদলে দিল একটি দেশের অর্থনৈতিক চিত্র । দেউলিয়ার দ্বারপ্রান্তে পৌঁছানো পুয়ের্তো রিকোর ত্রাণকর্তা হয়ে যেন এ গানটির আবির্ভাব। ‘দেসপাসিতো’ গত কয়েক মাসে বাড়িয়ে দিয়েছে দেশটির আয়। গানটি দেখে এখন পুয়ের্তো রিকোয় বেড়াতে যাচ্ছেন অনেকেই। আর এ জন্য পর্যটন খাতে গত দুই মাসে পুয়ের্তো রিকোর আয় বেড়েছে চল্লিশ শতাংশের উপরে।

বর্তমানে পুয়ের্তো রিকো শত কোটি ডলার ঋণের কিস্তি দিতে হিমশিম অবস্থা। প্রায় মাসেই ব্যর্থ হচ্ছে ঋণের কিস্তি দিতে। এরই মধ্যে জানুয়ারিতে ইউটিউবে প্রকাশ পায় স্প্যানিশ গান ‘দেসপাসিতো’।পুয়ের্তো রিকোর ভাষা স্প্যানিশ। গানটি গেয়েছে পুয়ের্তো রিকান গায়ক লুইস ফনসি ও ড্যাডি ইয়াংকি। গানটিতে দুই শিল্পীর পাশাপাশি মডেল হিসেবে দেখা যায় ২০০৬ সালে মিস ইউনিভার্স খেতাবজয়ী পুয়ের্তো রিকান মডেল সুলেকা রিভেরাকে।গানটি মুক্তির পরপরই রীতিমতো ঝড় উঠে যায় সংগীত-দুনিয়ায়। গানের ভিডিও ধারণ করা হয় পুয়ের্তো রিকোর বিভিন্ন স্থানে। পর্যটকদের নজর কাড়ে ওল্ড সান জুয়ান অঞ্চলের ক্লাব লা ফ্যাক্টোরিয়া ও লা পার্লা সেক্টর।

টুইটারে লুইস ফনসি লেখেন, ‘কী যে আনন্দ হয়, যখন আন্তর্জাতিক গণমাধ্যমে এসব দেখি, পড়ি। এই গান ও গানের ভিডিও প্রাণ পুয়ের্তো রিকো।’ তিনি ধন্যবাদ জানান ড্যাডি ইয়াংকি ও সুলেকা রিভেরাকে।

‘দেসপাসিতো’ এখন ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা ভিডিওর একটি। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত গানটি দেখা হয়েছে ২৪০ কোটিবারের মতো।

(এম আর / ৯ জুলাই, ২০১৭)


Comment As:

Comment (0)