SAFF U 19 BD 040224

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

ভারতকে হারালেই ফাইনালের টিকিট পাবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠার রাস্তাটা প্রায় পরিষ্কার করে ফেলেছে স্বাগতিকরা। আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার ভারতকে হারাতে পারলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে লাল-সবুজের প্রতিনিধিদের।

সন্ধ্যা ৭টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এর আগে বিকাল ৩টায় নেপাল খেলবে ভুটানের বিপক্ষে।

ভারত প্রথম ম্যাচে ১০-০ গোলে হারিয়েছে ভুটানকে। বাংলাদেশকে হারাতে পারলে সবার আগে ভারতের ফাইনাল নিশ্চিত হবে।

অপরদিকে নেপাল যদি ভুটানকে হারায় তাহলে তাদেরও ফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হবে। বাংলাদেশের কাছে ভারত হারলে এবং ভারতের বিপক্ষে নেপাল জিতলে হিমালয়ের দেশটি ফাইনাল খেলবে।

বাংলাদেশ যদি ভারতের কাছে হেরে যায় তাহলে শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে জিততেই হবে। ড্র হলে দুই দলের সম্ভাবনাই উজ্জ্বল হবে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)