বিজিএমইএর সঙ্গে বৈঠক
কেমার্ট ও টার্গেটকে বাংলাদেশ থেকে পোশাক সোর্সিং বাড়ানোর অনুরোধ
নিজস্ব প্রতিবেদক: কেমার্ট এবং টার্গেট এর চিফ করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি অফিসার ইলসে নোলান, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসানের সঙ্গে সাক্ষাত করেছেন।
শুক্রবার (৮ মার্চ) বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ সহ-সভাপতি মিরান আলী। বৈঠকের প্রাথমিক লক্ষ্য ছিল সাসটেইনেবিলিটি ও সার্কুলার ফ্যাশন সিস্টেমের প্রচারণার ওপর জোর দিয়ে সম্ভাব্য সহযোগিতার সুযোগ অন্বেষণ করা।
তারা টেকসই উৎপাদন অনুশীলনে বাংলাদেশী সরবরাহকারীদের সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করার সম্ভাব্য সুযোগ নিয়ে আলোচনা করেন। বৈঠকে ফারুক হাসান বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান অবস্থার পাশাপাশি বৈশ্বিক বাজারে সম্ভাবনার বর্ণনা প্রদান করেন।
তিনি প্রযুক্তির মানোন্নয়ন, উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বিজিএমইএর চলমান উদ্যোগগুলো তুলে ধরেন।
বিজিএমইএ সভাপতি পণ্যের বৈচিত্র্যকরণ, বিশেষ করে নন-কটন এবং হাই-এন্ড সেগমেন্টে বাংলাদেশের মনোযোগ বৃদ্ধির দিকে ইঙ্গিত করেন। তিনি কেমার্ট এবং টার্গেটকে বাংলাদেশ থেকে পোশাক সোর্সিং বাড়াতে অনুরোধ করেন।
কেমার্ট এবং টার্গেট অস্ট্রেলিয়ার একক বৃহত্তম ক্রেতাদের প্রতিনিধিত্ব করে, যারা বহু বছর ধরে বাংলাদেশ থেকে পোশাক সোর্সিং করছে।
বৈঠকে কেএএস গ্রুপ এশিয়ার জেনারেল ম্যানেজার মৃদুল দাশগুপ্ত এবং হেড অব সোর্সিং-অ্যাপারেল জাহিদ আবেদ উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এসএএম//