5 Goal Messi son 150424

৫ গোল করে বাবার মতো উদযাপন মেসির ছেলের

খেলাধুলা ডেস্ক: সন্তান যেমনই হোক, বাবার কিছু গুণ তার থাকবেই। লিওনেল মেসির ছেলের ক্ষেত্রে তা যেন আরও বেশি সত্য। এই ছেলে যেন অবিকল মেসি। বাবা যেমন প্রতিপক্ষের খেলোয়াড়দের নাকানিচুবানি খাইয়ে গোল করে বেড়ান, ছেলেও হয়েছে তেমনি।

সম্প্রতি মেসির ছেলের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

সেখানে দেখা গেছে, ইন্টার মিয়ামির অনূর্ধ্ব-৯ দলের হয়ে প্রতিপক্ষের জালে একে একে পাঁচবার বল জমা করেছেন মেসির ছেলে মেটিও। এর মধ্যে একটি ছিল ফ্রি-কিক। সেই ফ্রি-কিক থেকে দুর্দান্ত শটে গোল করে বাবার আইকনিক সেলিব্রেশন (দর্শকদের উদ্দেশ্য করে চুমু খাওয়া) করছেন তিনি।

এবারই প্রথম নয়, এর আগেও দুর্দান্ত পারফর্ম করে বেশ কয়েকবার ভাইরাল হয়েছেন মেসির ছেলে। চলতি মাসের শুরুর দিকে ইস্টার আন্তর্জাতিক কাপের ফাইনালে মিয়ামির অনূর্ধ্ব-১২ দলকে শিরোপা জিতিয়ে ভাইরাল হয়েছেন মেসির বড় ছেলে থিয়াগো।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুমে বেশ ভালো ফর্মে আছেন মেসি। এরইমধ্যে গোল করেছেন মোট ৫টি। গত শনিবার কানসাস সিটির বিপক্ষে দুর্দান্ত এক গোল করে ৭০ হাজার দর্শকের নজর কেড়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। 

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)