রাজশাহীতে বিনিয়োগ শিক্ষা মেলা ২২ জুলাই, সূচী চুড়ান্ত
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আগামী ২২ জুলাই রাজশাহীতে বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্স এবং বিনিয়োগ শিক্ষা মেলা করবে বিএসইসি। ওই কনফারেন্সের সূচী চূড়ান্ত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার বিএসইসির ৬০৭তম কমিশন সভায় এটি চুড়ান্ত করা হয়।
বিএসইসি সূত্র মতে, রাজশাহীর সাহেব বাজারে মুনলাইট গার্ডেন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই কনফারেন্স। অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।
দিনব্যাপী এই অনুষ্ঠানটি দুইটি সেশনে অনুষ্ঠিত হবে। দুইটি সেশনই পরিচালনা করবে বিএসইসির পরিচালক ফারহানা ফারুকি। প্রথম সেশনটি রয়েছে বিনিয়োগ শিক্ষা ও প্রসঙ্গিক বিষয়। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সেশনটি চলবে।
এই সেশনটিতে আলোচক হিসাবে থাকবেন অর্থমন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নাছির উদ্দিন, বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ রশিদ লালী, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান এবং সিডিবিএলের উপ-ব্যবস্থাপনা পরিচালক শুভ্র কান্তি চৌধুরী।
দ্বিতীয় সেশনের বিষয়বস্তু হলো-‘শিল্পায়নে পুঁজিবাজারের ভূমিকা ও সম্ভাবনা’ শীর্ষক সেশন। এটি দুপুর ২টা থেকে শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এই সেশনে আলোচক হিসাবে থাকবেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র সাইফুর রহমান, সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ছায়েদুর রহমান, মিউচ্যুয়াল ফান্ড অ্যাসোসিয়েশনের সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক।
মূলত রাজশাহীর স্থানীয় বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষা সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া; একইসঙ্গে স্থানীয় উদ্যোক্তাদের পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করানোর জন্য এই আয়োজন করেছে বিএসইসি।
(এসএএম/ ১২ জুলাই ২০১৭)