এবার বাংলা ছবিতে সানি লিওন

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: এবার একটি বাংলা ছবিতে দেখা যাবে হলিউডের হার্টথ্রব সানি লিওনকে।

সম্প্রতি টfলিউডে নাম লিখিয়েছেন সানি লিওন। পরিচালক স্বপন সাহা তার আসন্ন ছবি ‘সেরা বাঙালি’তে রেখেছেন সানিকে। পরিচালক নিজেই জানিয়েছেন খবরটি। এই ছবির মাধ্যমেই টালিউডে পা রাখতে চলেছেন সানি। ছবিতে একটি আইটেম গানে দেখা যাবে বলিউডের এই নায়িকাকে।

এ ব্যাপারে পরিচালক স্বপন সাহা জানিয়েছেন, আগামী ২৫ জুলাই সানি লিওনকে নিয়ে মুম্বাইয়ে তার ছবির ওই আইটেম গানের শুটিং। গানটির কোরিওগ্রাফি করছেন প্রভু দেবা। নতুন নায়ক-নায়িকাকে নিয়ে তৈরি এই সিনেমা আগামী পূজায় মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে পরিচালক স্বপনের। বিভিন্ন চরিত্রে এই ছবিতে অভিনয় করেছেন শক্তি কাপুর, রাজপাল যাদব, রজতাভ দত্ত, কৌশিক বন্দ্যোপাধ্যায়, লাবণী সরকার প্রমুখ।

স্বপন সাহা বলেন, ‘আমার ছবিতে একটা আইটেম (গান) নম্বর দরকার ছিল। প্রযোজক সানি লিওনের জন্য চেষ্টা করেছিলেন। সেটা সম্ভব হয়েছে। আগামী ২৫ জুলাই মুম্বাইয়ে শুটিংয়ে আমি থাকব।’

(এসএএম/ ১২ জুলাই ২০১৭)


Comment As:

Comment (0)