হ্যামলেট এর তৃতীয় মঞ্চায়ন ১৪ জুলাই

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা:  আগামী ১৪ জুলাই শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে হবে হ্যামলেট নাটকটির তৃতীয় মঞ্চায়ন।

বিশ্বের নাট্যপ্রেমীদের কাছে নাটকটি বিশেষভাবে পরিচিত এবং সমাদৃত। বাংলাদেশে বিয়োগান্ত এ নাটকটির প্রযোজনা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।নির্দেশনা দিয়েছেন নাট্যকার ও নির্দেশক আতাউর রহমান।

গত চারশ বছর ধরে এ নাটকটি বিশ্বের বহু দেশে বিরতিহীনভাবে মঞ্চায়িত হয়ে আসছে। ‘হ্যামলেট’ লেখা হয় ১৫১৯ ও ১৬০২ খ্রিষ্টাব্দের মাঝামাঝি। বলা হয়, এটি শেক্‌সপিয়ারের সব থেকে শক্তিশালী ও জনপ্রিয় নাটক।

 

(এম আর / ১২ জুলাই, ২০১৭)


Comment As:

Comment (0)