ড্যানিয়েল ক্রেগ আবার জেমস বন্ড

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা :  জনপ্রিয় মুভি জেমস বন্ড সিরিজটির জনপ্রিয় চরিত্র ‘বন্ড ০০৭’র বেশ কয়েকটি সিরিজের অভিনেতা ড্যানিয়েল ক্রেগ। ‘জেমস বন্ড’ হয়ে রুপালি পর্দায় আবারও আসছেন হলিউড সুপারস্টার ড্যানিয়েল ক্রেগ।

ড্যানিয়েল নিজেই বলেছিলেন আর কোনো বন্ড সিরিজে কাজ করবেন না তিনি। কিন্ত দর্শক চাহিদা আর ভালোবাসার কাছে পরাজিত হতে হলো তাকে।

নতুন খবর হলো ইতোমধ্যে বন্ড সিরিজের পরবর্তী সিক্যুয়ালের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ড্যানিয়েল ।বন্ড সিরিজের ২৫তম ছবিটিতে বন্ড চরিত্রে ৫ম বারের মতো পর্দায় দেখা যাবে ড্যানিয়েল ক্রেগকে। এই সিকুয়্যালটির মূল গানের গায়িকা হিসেবে থাকবেন ‘হ্যালো’ খ্যাত তারকা অ্যাডেলে।

ড্যানিয়েলের প্রত্যাবর্তনের সিদ্ধান্তে দারুণ খুশি ছবিটির নির্মাতা প্রতিষ্ঠানও।

(এম আর / ১২ জুলাই, ২০১৭)


Comment As:

Comment (0)