সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও একজন। এ ঘটনায় গুরুতর আহত একই এলাকার মনছুরকে কিং ফাহাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (২৯ জুন) সৌদির স্থানীয় সময় আনুমানিক রাত ১১টার দিকে (বাংলাদেশ সময় রাত ২টা) জেদ্দা-মদিনা সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্সা ইউনিয়নের মাঝের দোকান এলাকার মিয়ার বরপাড়ার নুর আহমেদর ছেলে মোহাম্মদ মহিউদ্দিন (৩০) এবং একই এলাকার আব্দুল করিমের ছেলে মোহাম্মদ তারেক (২৭)।
সৌদি আরবে অবস্থানরত নিহত মহিউদ্দিনের চাচাতো ভাই মোহাম্মদ সেলিম জানান, মহিউদ্দিন মদিনায় খেজুর বাগানে কাজ করতেন। আর তারেক একটি কাপড়ের দোকানে কাজ করতেন। তারা দুজন অপর বন্ধু মনছুরের গাড়িতে করে জেদ্দা ঘুরতে এসেছিলেন। ফেরার পথে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মহিউদ্দিন ও তারেক নিহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আহত মনছুরকে উদ্ধার করে জেদ্দার কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়।
মাদার্সা ইউপি চেয়ারম্যান আবু নঈম মো. সেলিম বলেন, ‘সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মাদার্সার দুই রেমিটেন্স যোদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
বিনিয়োগবার্তা/এসএএম//