পরীর মণির প্রেমিক তামিমই

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: গেলো বছর পরী আংটিবদলের একটি ছবি ফেসবুকে প্রকাশ করেছিলেন। এরপর হৈচৈ পড়ে গিয়েছিল। তবে পরে জানা গেলো স্রেফ ‌‘মজা’র ছলেই করেছেন তিনি। এর আগে পরে বিভিন্ন সময়েই পরী মণির প্রেমের গুঞ্জন ছিল।

গেলো এক বছর পরীমনির সঙ্গে প্রেমের জোর গুঞ্জন চলে আসছিল এক বিনোদন সাংবাদিকের সঙ্গে। সেই গুঞ্জনই সত্যি হলো। নাম তামিম হাসান। দৈনিক নয়া দিগন্তের বিনোদন বিভাগের প্রধান তিনি। যিনি একাধারে রেডিও আমার এর ‘লাভগুরু’ অনুষ্ঠানটিও সঞ্চালনা করছেন।

পরীর সবশেষ জন্মদিনের অনুষ্ঠানে তাদের প্রেমের বিষয়টি চোখে পড়ে সবার। যদিও অনেকে মনে করেছিলেন, তামিম-পরীর এই সম্পর্ক ক্ষণিকের কিংবা বড়জোর বন্ধুত্বের সীমানা ছোঁবে, প্রেম-বিয়ে-সংসার নয়।

তবে সবাইকে চমকে দিয়ে দু’জনে আনুষ্ঠানিকভাবে বদলালেন ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস। লিখলেন, ইন আ রিলেশনশিপ উইথ…। তাও সেটা তামিম হাসানের জন্মদিন পেরুনো ভোর রাতে (১৩ জুলাই)।

এদিকে পরীমনি একটি স্ট্যাটাসও লিখেন, ‘আজ বৃষ্টি রাতের এক বছর…।’
ধারণা করা হচ্ছে, তামিম-পরীর প্রেমের বয়স গেলো রাতেই (১২ জুলাই দিবাগত রাত) অতিক্রম করেছে এক বছরের সীমানা। এবং গেলো বছর কোনো এক বৃষ্টির রাতেই তাদের পরিচয় কিংবা প্রেমের সূত্রপাত।

(এমআইআর/ ১৩ জুলাই ২০১৭)


Comment As:

Comment (0)