দক্ষ ও আদর্শ মানুষ গড়তে শিক্ষকই মূল শক্তি: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ‘দক্ষ ও আদর্শ মানুষ গড়তে শিক্ষক হলেন মূল শক্তি’ আজ সেগুনবাগিচায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে স্নাতক (পাস) ও সমমানের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেন।

উন্নত শিক্ষা প্রদানের পাশাপাশি ভালো মানুষ গড়ার ব্যপারে প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ জন্য শিক্ষকদের এগিয়ে এসে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ‘উন্নত শিক্ষা প্রদানের পাশাপাশি আমরা ভালো মানুষ তৈরি করতে চাই। জ্ঞান প্রযুক্তি ও দক্ষতা অর্জনের সাথে সাথে প্রত্যেক শিক্ষার্থীকে একজন ভালো মানুষ হতে হবে।’

তিনি আরও বলেন, ‘কিছু লোক শিক্ষকদের চিরায়ত মূল্যবোধ নষ্ট করে দিচ্ছে। তারা কোচিং ব্যবসা করছে এবং পরীক্ষার হলে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দেন। শিক্ষকতা পেশায় তাদের থাকার অধিকার নেই।’

শিক্ষকের প্রয়োজনীয়তা উপলব্ধি করে শিক্ষামন্ত্রী বলেন, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শিক্ষকদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে উন্নত মানসিকতা ধারন এবং লালন করতে হবে। দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে তারাই নিয়ামক শক্তি ও মুখ্য ভূমিকা পালন করবেন।

ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান এবং ডাচ-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ বক্তৃতা করেন।

পরে শিক্ষামন্ত্রী অনলাইনের মাধ্যমে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এবছরের (২০১৭) উপবৃত্তির ১৩৮ কোটি ৩৫ হাজার ৮৬০ টাকা বিতরণের উদ্বোধন করেন।

মোট ২ লাখ ৫৪ হাজার ৫৩৩ জন স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের শিক্ষার্থী এ বৃত্তি পাচ্ছে। এদের মধ্যে ৬২ হাজার ৪৮৮ জন ছাত্র এবং ১ লাখ ৯২ হাজার ৪৫ জন ছাত্রী।

অনলাইনে মোবাইলের মাধ্যমে বৃত্তির টাকা বিতরণে কারিগরি সহায়তা দিচ্ছে ডাচ-বাংলা ব্যাংক ।

(এম আর / ১৩ জুলাই, ২০১৭)


Comment As:

Comment (0)