মালয়েশিয়া ২৪

মালয়েশিয়ায় ৩২ বাংলাদেশি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার প্রশাসন জেলেবুতে প্রায় ২৩ ঘণ্টা অভিযান পরিচালনা করে ১০২ জন বিদেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ৩২ জন বাংলাদেশি ও ২৯ জন নারী রয়েছেন।

স্থানীয় সময় বুধবার (২৪ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আইক কিয়াং।

তিনি বলেন, নির্মাণ সাইট, বিনোদন কেন্দ্র, রেস্তোরাঁ, দোকান এবং আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১০২ কাগজপত্রহীন বিদেশি কর্মীকে আটক করা হয়।

তিনি জানান, আটকদের মধ্যে ৩২ জন বাংলাদেশি, ২৬ জন ইন্দোনেশিয়ান, ২০ জন থাই, ১৩ জন চীনা নাগরিক, ৫ জন ভারতীয়, ৫ জন পাকিস্তানি এবং ১ জন মিয়ানমারের নাগরিক। ২৯ জন নারীও ছিলেন।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩, অভিবাসন বিধি ১৯৬৩ এবং পাসপোর্ট আইন ১৯৬৬ এর অধীনে অপরাধের জন্য তদন্ত করা হবে। আটককৃতদের লেংগেং-এর ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)