লন্ডনে পাল্টাপাল্টি সমাবেশ
যুক্তরাজ্যে ফের মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগ-বিএনপি
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যুক্তরাজ্যে ফের মুখোমুখি অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি।
লন্ডনে সোমবার (২৯ জুলাই) মাত্র ৫০০ গজ দূরত্বের ব্যবধানে একই দিন একই সময়ে সমাবেশ ডেকেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও বিএনপি।
সোমবার দুপুরে লন্ডনের পার্লামেন্ট হাউস অব কমন্সের সামনে আওয়ামী লীগ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে বিএনপি সমাবেশ করার ঘোষণা দিয়েছে।
স্থানীয় আওয়ামী লীগ সাংবাদিকদের একাংশকে নিয়ে সংবাদ সম্মেলন করে। এতে উপস্থিত ছিলেন দলের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক।
এদিকে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ রোববার বলেন, যেকোনো মূল্যে তারা সোমবারের সমাবেশ সফল করবেন।
ব্রিটিশ পার্লামেন্ট ও ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের অবস্থান পাশাপাশি। ওয়েস্ট মিনিস্টার স্টেশন থেকে বের হলেই ডানে ডাউনিং স্ট্রিট আর বামে পার্লামেন্ট।
বিনিয়োগবার্তা/শামীম//