India Bowling Coach Morning Morkel

পাকিস্তানের দায়িত্ব ছেড়ে দেওয়া কোচকে নিয়োগ করছে ভারত

ডেস্ক রিপোর্ট: ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন মর্নি মরকেল। এবার সাবেক এই প্রোটিয়া পেসারকে নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ করতে যাচ্ছে ভারত।

মরকেলকে কোচ করার বিষয়টি এখনো চূড়ান্ত করেনি ভারত। তবে বাংলাদেশের বিপক্ষে হোমসিরিজের আগেই তার নিয়োগ নিশ্চিত করবে দেশটির ক্রিকেট নিয়্ন্ত্রক সংস্থা (বিসিসিআই)।

ভারতীয় দলের ফুলটাইম বোলিং কোচ হিসেবে কাজ করছেন সাইরাজ বাহুতুলে। তিনি দলের সঙ্গে বর্তমানে শ্রীলঙ্কায় আছেন। এছাড়া টি দিলিপ ফিল্ডিং কোচ এবং হেড কোচ গৌতম গম্ভীরের সহকারি হিসেবে ভারতীয় দলে কাজ করছেন রায়ান টেন দেশান্তে ও অভিষেক নায়ার।

শ্রীলঙ্কা সিরিজ শেষ হওয়ার পর সাইরাজের চুক্তির মেয়াদ শেষ হবে বিসিসিআইয়ের। তার সঙ্গে নতুন চুক্তি না করতে বোর্ডকে পরামর্শ দিয়েছেন হেড কোচ গম্ভীর। সাইরাজের পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে সিরিজে মরকেলকে নিয়োগ করার আহ্বান জানিয়েছেন তিনি।

গম্ভীর ও ভারতীয় ক্রিকেটের সঙ্গে মরকেলের সম্পর্ক অনেকদিনের। আইপিএলে দীর্ঘদিন কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) গম্ভীরের অধীনে খেলেছেন মরকেল। কেকেআর থেকে অবসর নেওয়ার পর লখনৌ সুপার জায়ান্টের হেড কোচ হিসেবে কাজ করেছেন প্রোটিয়া পেসার।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ প্রতিবেদনে জানিয়েছে, সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে ভারতীয় দলের হেড কোচ হিসেবে কাজ করবেন মরকেল। তার আগেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের পর গোলটেবিল করবে ভারত। সাদা বলের এই দুই সিরিজে কোচিং দলের পারফরম্যান্স নিয়ে চুলচেড়া বিশ্লেষণ করবে বিসিসিআই। এরপরই নতুন করে সবকিছু চূড়ান্ত করবে বোর্ড।

আগামী সেপ্টেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুই দল।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)