ছাত্র আন্দোলন

সারাদেশে বিক্ষোভ শনিবার

এবার অসহযোগ আন্দোলনের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক: এবার সরকারের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির পর রোববার থেকে অসহযোগ আন্দোলন শুরু করবেন তারা। 

শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার হোয়াটসঅ্যাপে বিজ্ঞপ্তি পাঠিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়ে খুনের প্রতিবাদ এবং নয় দফা দাবিতে শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রোববার  থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হলো।’ 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘সারাদেশের আপামর জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায়-পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান করা যাচ্ছে।’ 

রাতে ফেসবুকে লাইভে ‘অসহযোগ আন্দোলন’ কর্মসূচির ব্যাখ্যা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আবদুল হান্নান। তিনি বলেন, ‘এ সরকারকে কোনো কর দেয়া হবে না, বিদ্যুৎ-গ্যাস বিল দেয়া হবে না, সচিবালয় ও সরকারি-বেসরকারি সব কার্যালয় বন্ধ থাকবে, গণভবন-বঙ্গভবনে কোনো গাড়ি ঢুকবে না। এ সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে।’

আবদুল হান্নান বলেন, শনিবার সকাল থেকে পরিবারসহ গণভবনে গিয়ে দেখা করার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের আহ্বান জানানো হয়েছে। আমরা প্রত্যাখ্যান করেছি। ঢাকার উত্তরা, খুলনা, হবিগঞ্জ, টাঙ্গাইল ও সিলেটে আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছেন। নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে। সরকার কীভাবে ক্ষমতায় থাকছে, আমরা বুঝতে পারছি না।’

​​​​বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)