Embappe Goal Real Wins Spanish La Leaga

রিয়ালে অভিষেক ম্যাচ গোল এমবাপের, জেতালেন শিরোপা

ডেস্ক রিপোর্ট: অবশেষে রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক হলো কিলিয়ান এমবাপের। স্প্যানিশ লা লিগায় অভিষেক ম্যাচ রাঙাতে পেরেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা। দুর্দান্ত এক গোল করেছেন তিনি। এমবাপের অভিষেকের দিনে শিরোপার মুকুটে আরও একটি পালক যুক্ত করেছে রিয়াল। আটালান্টাকে ২-০ গোলে হারিয়ে সুপার কাপে শিরোপা জয়ের রেকর্ড করেছে লা লিগার ক্লাবটি। সুপার কাপ প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ ৬ বারের মতো শিরোপা জিতেছে রিয়াল।

বুধবার (১৪ আগস্ট) পোল্যার্ডের ওয়ারশতে ৫৯ মিনিটে ক্লোজ রেঞ্জ থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন উরুগুয়ের তারকা ফেডেরিক ভালভার্দে। এর ৯ মিনিট পর জুড বেলিংহ্যামের পাস থেকে গোলবারের উপরের কোণা দিয়ে আটালান্টার জাল কাঁপান এমবাপে। এতে ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল।

ম্যাচের ১৫ মিনিটেই রিয়ালের জার্সিতে প্রথম গোল পেতে যাচ্ছিলেন এমবাপে। তবে আটালান্টার রক্ষণভাগের বুনা জালে আটকা পড়েন সাবেক পিএসজি তারকা।

প্রথমার্ধে রিয়ালের উপর চাপ বাড়িয়ে খেলতে থাকে সর্বশেষ মৌসুমে ইউরোপা লিগ শিরোপা জেতা আটালান্টা। ইতালিয়ান ক্লাবটির খেলোয়াড়দের ভয়ডরহীন খেলতে দেখা যায় সর্বশেষ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়ালের বিপক্ষে। দারুণ কিছু আক্রমণও করে আটালান্টা। তবে রিয়ালের গোলবারের নিচে থুবো কর্তোয়ার তৈরি করা দেয়াল ভাঙতে পারেনি তারা।

প্রথমার্ধের ইনজুরি সময়ে গোল করার দারুণ সুযোগ পেয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। তবে কাজে লাগাতে পারেননি রিয়াল ফরোয়ার্ড। দুই বার সুযোগ মিস করেছেন বেলিংহ্যামও। তবে এমবাপের গোলে অ্যাসিস্ট করতে পেরেছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত ২-০ গোলেই জয় নিশ্চিত করে রিয়াল।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)