Al Arafah Commerce bank board Changed

আল-আরাফাহ ও কমার্স ব্যাংকের পর্ষদ পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক: আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের বিদ্যমান পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন পরিচালকদের নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরমধ্য দিয়ে ঋণ জালিয়াতির জন্য বহুল আলোচিত এস আলম গ্রুপের প্রভাবমুক্ত হলো ব্যাংক দুটির পর্ষদ।

ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ৪৭(১) এবং ৪৮(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আগের পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা করা হয়েছে।

একইসঙ্গে ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এ দুটি ব্যাংকে পরিচালকদের নিয়োগ দিয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর‌) পৃথক দুটি প্রজ্ঞাপনে এবিষয়ে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ কমার্স ব্যাংকের নতুন পরিচালকরা হলেন- মো. আতাউর রহমান (স্বতন্ত্র পরিচালক); মো. মহসিন মিয়া (স্বতন্ত্র পরিচালক), কামরুল হক মারুফ (পরিচালক); মো. গোলাম মুরতুজা (পরিচালক) এবং শেখ আশ্বাফুজ্জামান (স্বতন্ত্র পরিচালক)।

আর আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদে- খাজা শাহরিয়ার স্বতন্ত্র পরিচালক ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পর্ষদের অন্য স্বতন্ত্র পরিচালকরা হলেন- মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, এম আবু ইউসুফ ও মোহাম্মদ আশরাফুল হাসান।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)