বাংলাদেশ সিরিজের জন্য ভারতের অনুশীলন ক্যাম্পে নতুন স্পিনার
ডেস্ক রিপোর্ট: হাতে আছে আর মাত্র ১০ দিন। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরইমধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছে বাংলাদেশ। অন্যদিকে আগামী ১৩ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ৫ দিনের অনুশীলন ক্যাম্প করবে ভারত।
অনুশীলন ক্যাম্পে ভারত আমন্ত্রণ জানিয়েছে নতুন এক স্পিনারকে। ২১ বছর বয়সী এই স্পিনারের নাম হিমাংশু সিং। মুম্বাইয়ের অফস্পিনার চেন্নাইয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন।
আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত সকল ক্রিকেটারকে চেন্নাইয়ে পাঠাতে বলেছে বিসিসিআই। কারণ, ক্রিকেটারদের অনেকেই ঘরোয়া প্রতিযোগিতা দিলিপ ট্রফিতে খেলছেন।
ভারতের স্থানীয় ক্রিকেট ড. (ক্যাপ্টেন) কে. থিমাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্টে ৭৪ রানে ৭ উইকেট শিকার করে বিসিসিআইয়ের কর্মকর্তাদের নজরে আসেন হিমাংশু। তবে এখনো মুম্বাইয়ের সিনিয়র দলে অভিষেক হয়নি তার। নিয়মিত খেলছেন মুম্বাইয়ের অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-২৩ দলে।
মূলত, হিমাংশুকে কাছ থেকে পর্যবেক্ষণের জন্য ডেকেছেন ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগারকার ও তার প্যানেল।
হিমাংশুর বোলিংয়ের ধরন ও ভাবভঙ্গি অনেকটা ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের মতো। যে কারণে তাকে ‘ছোট অশ্বিন’ বলেও সম্বোধন করেন।
কঠোর পরিশ্রম ও আত্মত্যাগী হওয়ার কারণে হিমাংশুকে জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলনে ডেকেছে বোর্ড। বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য ভারতের অনুশীলনে যুক্ত হয়ে সিনিয়র ক্রিকেটারদের সাহচর্য পাবেন তিনি। এমনকি ভালো করতে পারলে জাতীয় দলেও জায়গা পেয়ে যেতে পারেন হিমাংশু।
বিনিয়োগবার্তা/ডিএফই//