আইসিএসবি জাতীয় গোল্ড এওয়ার্ড জিতলো ইবিএল
নিজস্ব প্রতিবেদক: ১১তম আইসিএসবি ন্যাশনাল এওয়ার্ড ফর কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স ২০২৩ এ গোল্ড এওয়ার্ড জিতেছে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। এই নিয়ে ষষ্ঠ বারের মতো ইবিএল সম্মানজনক গোল্ড এওয়ার্ড জেতার গৌরব অর্জন করলো।
শনিবার (৫ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আয়োজিত হয় এ অনুষ্ঠান।
অনুষ্ঠানে ইবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন এবং হেড অফ কম্যুনিকেশন্স এন্ড এক্সটার্নাল এফেয়ার্স জিয়াউল করিম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা (অর্থ, বানিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়) ডঃ সালেহউদ্দিন আহমেদের কাছ থেকে পুরষ্কার গ্রহণ করেন।
এসময় অর্থ সচিব ডঃ মোঃ খায়রুজ্জামান মজুমদার এবং বানিজ্য সচিব মোহা: সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//