আল-আরাফাহ্ ব্যাংক ও স্টার টেকের মধ্যে চুক্তি স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি. ও স্টার টেক লিঃ এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১৬ অক্টোবর, ২০২৪ বুধবার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী ও স্টার টেক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী এআইবি পিএলসি লা-রিবা (সুদমুক্ত) ইসলামিক ক্রেডিট কার্ডধারীগণ স্টার টেক লিঃ হতে ডেস্কটপ, ল্যাপটপ কম্পিউটার, মোবাইলফোন, ট্যাবলেট, টিভি, ক্যামেরাসহ বিভিন্ন ধরণের গ্যাজেটস ও ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে ডিসকাউন্ট কুপন এবং সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা পাবেন।
অনুষ্ঠানে ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মাদ সাখাওয়াত উল্লাহ্, মোহাম্মাদ আরিফ হাসান ও স্টার টেক লিঃ এর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শেখ সোহেল আক্তার, ব্যবস্থাপক আমিনুল করিম খান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//