Students in Traffic Controll

সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের সঙ্গে ৩০০ শিক্ষার্থীকে ট্রাফিক ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে সরকার।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত করার একটি প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাবটি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পর্যালোচনা পর্যায়ে রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খন্দকার নাজমুল হাসান সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'প্রয়োজনে আমরা শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থাপনার প্রশিক্ষণ দিতে পারি। তাদের আউটসোর্সিংয়ের মাধ্যমে বা সম্মানী দিয়ে কাজে নেওয়া যেতে পারে। তবে প্রক্রিয়াটি মন্ত্রণালয় চূড়ান্ত করার পরে স্পষ্টভাবে বলা যাবে।'

রাজারবাগ পুলিশ লাইনসে ডিএমপির ট্রাফিক পক্ষ উদ্বোধনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ট্রাফিক বিভাগে ৩০০ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করার কথা জানান। 

উপদেষ্টা বলেন, 'প্রাথমিকভাবে, প্রায় ৩০০ শিক্ষার্থী ট্রাফিক পক্ষে কাজ করবে। পরে তাদের সংখ্যা আরও বাড়ানো হবে। এ কাজের জন্য তাদের সম্মানীও দেওয়া হবে।'

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)