বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল
খেলাধুলা ডেস্ক: ফলাফলটা ছিল প্রত্যাশিত। দেশের ফুটবলের অভিভাবক সংস্থা বাফুফের নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন তাবিথ আউয়াল। আর এতেই কার্যত শেষ হয়ে গেল কাজী সালাউদ্দিনের ১৬ বছরের রাজত্বের অবসান। আগেই সিনিয়র সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান।
সভাপতি পদে তাবিথ আউয়ালের জয় ছিল সময়ের ব্যাপার। তিনি ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের ক্রীড়া সংগঠক এ এফ এম মিজানুর রহমান পান মাত্র ৫ ভোট।
শনিবার রাজধানীর একটি হোটেলে সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ ও গণনা শেষে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন।
এর আগে, দুপুর ২টায় ভোটগ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে সবমিলিয়ে ২১টি পদের বিপরীতে ৪৬ জন প্রার্থী লড়াই করেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//