জাপানে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলছে
আন্তর্জাতিক ডেস্ক: গত কয়েক বছর ধরে অস্থিরতার পর নতুন নেতা নির্বাচনে ভোট দিচ্ছেন জাপানবাসী। রবিবার (২৭ অক্টোবর) সকালে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে রাত ৮টা পর্যন্ত। তবে নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল আশা করতে পারছে না ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
গত মাসে এলডিপির প্রধান হিসেবে নির্বাচিত হন শিগেরু ইশিবা। সাত দশক ধরে তাঁর দল জাপানের শাসনক্ষমতায় রয়েছে। তবে দলের মধ্যে তীব্র প্রতিযোগিতার পর ৬৭ বছর বয়সী সাবেক প্রতিরক্ষামন্ত্রী ১ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী হন। তিনদিন পরই নতুন জাপানের প্রতিশ্রুতি দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন তিনি।
তবে ধারণা করা হচ্ছে, ২০০৯ সালের পর ইশিবার নেতৃত্বাধীন এলডিপি এবারই সবচেয়ে খারাপ ফলাফল করতে পারে।
ভোটের আগে মতামত জরিপে দেখা গেছে, এবারের নির্বাচনে ক্ষমতাসীন জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হতে পারে।
বিনিয়োগবার্তা/ডিএফই//