ইশিবার জন্য আঘাত
জাপানে সংখ্যাগরিষ্ঠতা হারালো ক্ষমতাসীন এলডিপি
ডেস্ক রিপোর্ট: জাপানের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতৃত্বাধীন জোট, যা গত এক দশকের মধ্যে দলটির সবচেয়ে খারাপ ফলাফল। এলডিপি ও তাদের জোটসঙ্গী কোমেইতো মোট ২১৫টি আসন পেয়েছে। সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২৩৩টি আসন। খবর বিবিসি।
এলডিপির নতুন নেতা শিগেরু ইশিবা শপথ গ্রহণের মাত্র কয়েকদিন পরেই এই নির্বাচন আহ্বান করেন। ক্ষমতা আরো দৃঢ় করার অভিপ্রায়ে নির্বাচন ডাকলেও অর্থনৈতিক সংকট এবং শাসক দল এলডিপির দুর্নীতি ও আর্থিক কেলেঙ্কারি জনমনে অসন্তোষ সৃষ্টি করে। ফলে নির্বাচনে ক্ষতিগ্রস্ত হয়েছে দলটি।
পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে ইশিবার রাজনৈতিক ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। স্থানীয় সময় সোমবার (২৮ অক্টোবর) এক ভাষণে ইশিবা স্বীকার করেন যে, এলডিপি কঠিন বিচার পেয়েছে এবং তারা এই ফলাফলকে বিনম্রভাবে গ্রহণ করবেন। ইশিবা জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকেকে বলেন, ভোটাররা আমাদের ব্যাপারে কঠোর রায় দিয়েছেন এবং আমাদের বিনম্রভাবে এই ফলাফল মেনে নিতে হবে। জাপানি জনগণ চেয়েছে যে, এলডিপি আত্মসমালোচনা করুক এবং জনগণের ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ একটি দল হয়ে উঠুক।
নির্বাচনের আগেই জাপানি গণমাধ্যমে এলডিপির সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারানোর সম্ভাবনার কথা এসেছিল। ইশিবা পদত্যাগ করলে তিনি হবেন যুদ্ধ পরবর্তী সময়ে জাপানের সবচেয়ে স্বল্পমেয়াদি প্রধানমন্ত্রী। ২০০৯ সালের পর এই প্রথম এলডিপি তাদের সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারাল। ১৯৫৫ সালে প্রতিষ্ঠার পর থেকে দলটি প্রায় নিরবচ্ছিন্নভাবে দেশ শাসন করেছে।
এদিকে, এনএইচকের তথ্য অনুযায়ী স্থানীয় সময় রাত ২টা পর্যন্ত প্রধান বিরোধী দল কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি (সিডিপি) ১৪৮টি আসন পেয়েছে। তবে বিরোধী দলগুলো জোট করে সরকার গঠনের চেষ্টা চালাতে পারে।
বিনিয়োগবার্তা/ডিএফই//