Lebanon NRB Can not come back BD

যেসব প্রবাসী লেবানন থেকে দেশে ফিরতে পারবেন না

ডেস্ক রিপোর্ট: লেবাননে অবস্থানরত অনিয়মিত বাংলাদে‌শি‌দের মধ্যে যারা দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করে পরে আবার দেশে না ফেরার আবেদন করেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, এসব বাংলাদে‌শিদের পরে দূতাবাসের ব্যবস্থাপনায় প্লেনযোগে দেশে ফেরত নেয়া সম্ভব হবে না।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হ‌য়, লেবাননে চলমান সংঘাতময় পরিস্থিতির কারণে যেসব অনিয়মিত প্রবাসী বাংলাদেশি (আকামাবিহীন) এবং যাদের পাসপোর্টের মেয়াদ নেই অথবা শুধু পাসপোর্টের ফটোকপি আছে তাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, এরই মধ্যে যারা দূতাবাসের নোটিশ অনুযায়ী ফরম পূরণ করে জমা দিয়েছেন, কিন্তু পরে দেশে না যাওয়ার জন্য পুনরায় আবেদন করছেন; তাদের পরে দূতাবাসের ব্যবস্থাপনায় প্লেনযোগে দেশে ফেরত নেয়ার ব্যবস্থা করা সম্ভব হবে না।

এছাড়া লেবাননে অনিয়মিত প্রবাসীদের জ্ঞাতার্থে দূতাবাস জানিয়েছে, ভবিষ্যতে কোনো ধরনের আইনি জটিলতার সম্মুখীন হলে সব দায়-দায়িত্ব নিজেদের বহন করতে হবে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)