BRAC Bank_British Council

এডুকেশন এক্সপো আয়োজন করল ব্র্যাক ব্যাংক ও ব্রিটিশ কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক: ব্র্যাক ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং সেগমেন্ট ‘আগামী’ ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের সহযোগিতায় ‘ইউকে ও আইইএলটিএস শিক্ষা এক্সপো’ আয়োজন করেছে।

২০ ও ২১ অক্টোবর, ২০২৪ ঢাকা ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল প্রাঙ্গণে দুই দিনব্যাপী এই আয়োজনটি অনুষ্ঠিত হয়।

এই এক্সপো’র মূল লক্ষ্য ছিল দেশের বাইরে উচ্চশিক্ষা, বিশেষ করে যুক্তরাজ্যে পড়াশোনা এবং আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতির জন্য আগ্রহী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ তথ্য ও সহায়ক উৎস সরবরাহ করা।

শিক্ষার্থীরা এএইচ অ্যান্ড জেড, ওজিহা কনসালটেন্সি, মেনটরস, আইইসিসি এবং বাংলায় আইইএলটিএস’র মত পাঁচটি বিশেষ স্টুডেন্ট কনসালটেন্সি এজেন্সির সঙ্গে পরামর্শ করার সুযোগ পান।

তিনটি বিশেষ ইন্টারেক্টিভ সেশনে প্রখ্যাত বিশেষজ্ঞরা আইইএলটিএস পরীক্ষার উপর দিকনির্দেশনা প্রদান করেন। সেশনগুলোতে উপস্থিত ছিলেন মেনটরসের হেড অফ আইইএলটিএস আসির ইনতিসার সামি, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের একাডেমিক অ্যান্ড কর্পোরেট ইংলিশ সল্যুশন্স লিড সায়েদুল আবরার এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের মাস্টার ট্রেইনার সানা শাহিদ।

বিশেষজ্ঞরা আইইএলটিএস পরীক্ষার গুরুত্বপূর্ণ অংশ, যেমন লিসেনিং, স্পিকিং, রিডিং ও রাইটিং দক্ষতা নিয়ে আলোচনা করেন। প্রায় ২৬০ জন শিক্ষার্থী ও গ্রাহক এই অনুষ্ঠানে অংশ নেন, যা থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া পাওয়া গেছে। অংশগ্রহণকারীদের আরও সহায়তা প্রদানের লক্ষ্যে, ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট ফাইল খোলার ফিতে আগামী জুন ২০২৫ পর্যন্ত ৫০ শতাংশ ছাড় প্রদান করছে।

ব্র্যাক ব্যাংকের ‘আগামী’ সেবা শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সচেতনতা ও আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করছে। এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি প্রোডাক্ট, যেমন ‘আগামী সেভার্স অ্যাকাউন্ট,’ ‘ফিউচার স্টার স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট,’ ‘আগামী পার্সোনাল লোন,’ স্টুডেন্ট ফাইল সার্ভিসেস এবং ‘স্টাডি অ্যাব্রড ক্রেডিট কার্ড’ প্রদান করছে, যা তাদের আর্থিক স্বাধীনতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করে।  

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)