Rice Tax Free

চাল আমদানিতে সকল শুল্ক প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: নিত্যপণ্যের ঊর্ধ্বগতির ফলে চরম সমালোচনার মুখে চাল আমদানিতে সকল শুল্ক প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বাজারে চালের সরবরাহ বৃদ্ধি করে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এবং চালের মূল্য সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে রাখার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চালের ওপর সমুদয় আমদানি শুল্ক এবং রেগুলেটরি শুল্ক প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে।

শুক্রবার (১ নভেম্বর) এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চালের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ১৫ শতাংশ এবং বিদ্যমান রেগুলেটরি শুল্ক ৫ শতাংশ সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে অর্থাৎ চাল আমদানিতে বিদ্যমান মোট করভার ২৫ শতাংশ হতে কমিয়ে ২ শতাংশ (অগ্রিম আয়কর) এ নামিয়ে আনা হয়েছে। এতে আমদানী পর্যায়ে প্রতি কেজি চালের মূল্য ৯ টাকা ৬০ পয়সা কমবে। সমুদয় আমদানি শুল্ক ও রেগুলেটরি শুদ্ধ প্রত্যাহারের ফলে বাজারে চালের সরবরাহ বৃদ্ধি পাবে, ভোক্তা পর্যায়ে চালের সহনীয় পর্যায়ে থাকবে এবং সাধারণ ক্রেতার জন্য তা সহজলভ্য হবে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)