সাফজয়ী নারীদের দেড় কোটি টাকা পুরস্কার দেবে বাফুফে
নিজস্ব প্রতিবেদক: ২৬ অক্টোবর নির্বাচনের পর শনিবার প্রথম সভায় বসেছেন তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফের নতুন কমিটি। সেখানেই সাফজয়ী নারীদের দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে সংস্থাটি।
নেপালে ২০২৪ সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য দেড় কোটি টাকা অর্থ পুরস্কার দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
শনিবার (৯ নভেম্বর) বাফুফের নতুন কমিটির প্রথম সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ পুরষ্কারের ঘোষণা দেয়া হয়।
২৬ অক্টোবর নির্বাচনের পর আজই প্রথম সভায় বসেছেন তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফের নতুন কমিটি। সেখানেই সাফজয়ী নারীদের দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বাফুফে। সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশের নারী ফুটবল দল গত ৩০ অক্টোবর কাঠমান্ডুতে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জেতে।
বিনিয়োগবার্তা/এসএএম//