ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে হচ্ছে কমিটি
নিজস্ব প্রতিবেদক: ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলের জন্য একটি কমিটি গঠন করতে যাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। রোববার (১০ নভেম্বর) মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও জাল সনদ বা তদবিরের মাধ্যমে মুক্তিযোদ্ধা হিসেবে সুবিধা নিয়েছেন, তাদের সনদ বাতিলের জন্য কমিটি গঠন করা হবে।
সাত সদস্যবিশিষ্ট কমিটি হতে পারে এবং শিগগিরই এটি পূর্ণাঙ্গ করা হবে। কমিটি গঠন ও অনুমোদনের পর ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলের প্রক্রিয়া শুরু হবে এবং বিতর্কিত মুক্তিযোদ্ধাদের বিষয় পুনরায় যাচাই-বাছাই করা হবে।
এছাড়া ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত না হওয়া পর্যন্ত মুক্তিযোদ্ধাদের জন্য ঘর নির্মাণ কার্যক্রমও স্থগিত রাখা হবে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, প্রতিদিন ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, যা পরে যাচাই করে সিদ্ধান্ত নেয়া হবে।
বিনিয়োগবার্তা/ডিএফই//