জাতিসংঘের প্রতিবেদন
মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রায় ২০ লাখ মানুষ খাদ্য সংকটের মুখোমুখি
ডেস্ক রিপোর্ট: মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে প্রায় ২০ লাখ মানুষ খাদ্য সংকটের মুখোমুখি হচ্ছে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এক নতুন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে ইউএনডিপির বরাতে বলা হয়েছে, যদি খাদ্য নিরাপত্তাহীনতার এই অবস্থার কোনো সমাধান বের করা না যায়, তাহলে ২০২৫ সালের মাঝামাঝিতে রাখাইনে দুর্ভিক্ষের পরিস্থিতি দেখা দিতে পারে।
চলমান সংঘাতের কারণে দেশটির ওই রাজ্যের সঙ্গে এরই মধ্যে প্রধান রাজ্যগুলোর বাণিজ্যিক সড়ক বন্ধ রয়েছে। তাই ওখানে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ পণ্য পরিবহনের প্রবেশ পথ খুবই সীমিত।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, তীব্র লড়াইয়ের কারণে মুদ্রাস্ফীতির পাশাপাশি রাখাইনের মানুষের আয় রোজগার ও স্থানীয় কৃষিখাদ্য উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমেছে।
কৃষি অর্থনীতি সংকটে থাকায় ইউএনডিপি স্থানীয় খাদ্য উৎপাদনের পূর্বাভাসে জানিয়েছে, মার্চ বা এপ্রিলের মধ্যে রাজ্য এর চাহিদার মাত্র ২০ শতাংশ পুরণ করতে পারবে। বীজের সংকটে অভ্যন্তরীণ ধানের উৎপাদন হ্রাস ও বৈরী আবহাওয়া এর একটি কারণ।
উল্লেখ্য, ২০২১ সালে অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করে সামরিক জান্তা ক্ষমতা দখল করার পর থেকে দেশটিতে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি বিরাজ করছে।
বিনিয়োগবার্তা/এসএএম//