Elon Musk Ramashami White House Advisor

ইলন মাস্ক ও রামাস্বামীকে হোয়াইট হাউজে পরামর্শক হিসাবে ঘোষণা ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট: সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন প্রশাসনের ‘সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই)’ নেতৃত্ব দেওয়ার জন্য ইলন মাস্ককে বেছে নিয়েছেন। খবর বিবিসির

স্থানীয় সময় মঙ্গলবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।

বিবৃতিতে ট্রাম্প বলেছেন, একজন বায়োটেক বিনিয়োগকারী বিবেক রামাস্বামী ও স্পেসএক্স এবং টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক মিলে আমলাতন্ত্রকে ‘উচ্ছেদ’ করার প্রকল্পে কাজ করবেন৷ এছাড়াও এই জুটি হোয়াইট হাউসে কীভাবে ‘বড় আকারের কাঠামোগত সংস্কার চালাতে হয়’ সে সম্পর্কে পরামর্শ দেবেন ট্রাম্পকে।

এর আগে, ট্রাম্প ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে তার প্রতিরক্ষা সচিব এবং টেক্সাসের সাবেক কংগ্রেসম্যান এবং ফেডারেল প্রসিকিউটর জন র‍্যাটক্লিফকে সিআইএ-এর নেতৃত্ব দেওয়ার ঘোষণা দেন।

ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় ব্যাপক অর্থায়ন করেছিলেন। অন্যদিকে রামস্বামী এই বছরের শুরুতে ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)