West Indieas Test Tour Shahadat in Shanto out

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দলে শান্তর পরিবর্তে শাহাদাত

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চোট পেয়ে মাঠ ছাড়লেও পরের দিন নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করেই ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু পরদিনই সিদ্ধান্ত পাল্টাতে হয় বিসিবিকে। জানানো হয় আফগানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ছাড়াও ক্যারিবীয় সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলা হবে না তার। শান্তর বদলে কে সুযোগ পাবেন, তা জানানো হলো মঙ্গলবার।

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য নাজমুল হোসেন শান্তর পরিবর্তে টেস্ট দলে ডাক পেলেন শাহাদাত হোসেন দীপু। কুঁচকির চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন টাইগারদের নিয়মিত অধিনায়ক শান্ত। মঙ্গলবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি বছরের মার্চের পর আর জাতীয় দলে খেলা হয়নি শাহাদাত দীপুর। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় আর বিবেচনা করা হয়নি তাকে। পাকিস্তান, ভারত ও সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজেও স্কোয়াডে ডাক পাননি এই ডানহাতি ব্যাটার।

২২ বছর বয়সী এই ব্যাটারের আন্তর্জাতিক টেস্টে অভিষেক হয় ২০২৩ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করা দীপু জাতীয় দলের হয়ে ৪ টেস্টে করেছেন মাত্র ১১৮ রান। তবে উইন্ডিজ সফরে সুযোগ পেলে মিডল অর্ডারে তার ব্যাটে বড় ইনিংসের প্রত্যাশায় থাকবে টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড: সাদমান ইসলাম অনিক, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক সৌরভ, শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)