কুমিল্লায় আল-আরাফাহ্ ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি: শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলার লক্ষ্য নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) কলেজের কনভেনশন হলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা।
One School, One Branch, One Bank, All Banking Services স্লোগান নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ শফিকুল আলম হেলাল, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম আমজাদ হোসেন, সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ আসাদুল হক, কুমিল্লা শাখা ব্যবস্থাপক মোজাহারুল ইসলাম চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয় ও কুমিল্লা শাখার কর্মকর্তাবৃন্দ এবং ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী-শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত ক্যাম্পিংয়ে স্কুলের ৮০০ শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন ও ৭জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ক্যাম্পেইনে ৭০০ শিক্ষার্থী তাৎক্ষণিক একাউন্ট খুলে ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণ করেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//