5_V8cghPj

বৈশ্বিক হালাল অর্থনীতির আকার ৮ লাখ কোটি ডলার

ডেস্ক রিপোর্ট: ২০১৫ সালে প্রথমবার আয়োজন হয় ‘ওয়ার্ল্ড হালাল সামিট’। এরপর থেকে বৈশ্বিক হালাল অর্থনীতির আকার দাঁড়িয়েছে ৮ ট্রিলিয়ন বা ৮ লাখ কোটি ডলার।

সম্প্রতি ইস্তানবুলে আয়োজিত সম্মেলনের দশম আসরের সমন্বয়কারী আইলিন সেঙ্গুল এ তথ্য জানান।

সম্মেলনে আলোচনার প্রতিপাদ্য ছিল হালাল বাজারের ভবিষ্যৎ ও বাণিজ্যের নতুন সম্ভাবনা।

এবারের আয়োজনে ১১০টি দেশের দর্শনার্থী ও ২০টি দেশের ৫৫ জনেরও বেশি বক্তা উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)