Mamata does not Know UN Peace team Tharure

মমতা শান্তিরক্ষীর ভূমিকা বোঝেন কিনা, আমি সন্দিহান: কংগ্রেস নেতা

ডেস্ক রিপোর্ট: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নেওয়ার যে আহ্বান জানিয়েছেন তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস নেতা ও সংসদ সদস্য শশী থারুর।

মমতার প্রস্তাবের জবাবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দীর্ঘদিন কাজ করা শশী থারুর বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, মমতা শান্তিরক্ষীদের ভূমিকা সঠিকভাবে বোঝেন কি না, তা নিয়ে আমি সন্দিহান। জাতিসংঘ শান্তিরক্ষীদের কোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে সাধারণত পাঠানো হয় না। শুধুমাত্র কোনও দেশের সরকার নিজে অনুরোধ জানালে, তা সম্ভব।

শশী থারুর বলেন, যখন কোনও দেশ পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে, তখনই জাতিসংঘের শান্তিরক্ষীদের মোতায়েন করা হয়। তবে সেই দেশের সরকারেরই জাতিসংঘের কাছে এ বিষয়ে অনুরোধ জানাতে হয়। বাংলাদেশে কী ঘটছে, তা নিয়ে নজর রাখা জরুরি। তবে সেখানে শান্তিরক্ষী পাঠানোর প্রয়োজনীয়তা সম্পর্কে আমি নিশ্চিত নই।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আগামী ১১ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি একটি বৈঠক ডেকেছে। এই কমিটির বর্তমান প্রধান শশী থারুর।

মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় দেওয়া বক্তব্যে মমতা বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হওয়া আক্রমণের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের উচিত জাতিসংঘের মাধ্যমে ওইসব অঞ্চলে শান্তিরক্ষী মোতায়েন করা। একইসঙ্গে তিনি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আহ্বান জানান, বাংলাদেশ থেকে নির্যাতিত ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নিতে। এছাড়াও, ভারতের অবস্থান স্পষ্ট করার জন্য পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছে আহ্বান জানান মমতা।  সূত্র: পার্সটুডে

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)