মূল্যসূচকের উত্থানেও কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন কমেছে লেনদেনের পরিমান।
বুধবার (৪ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি দুই শতাধিক কোম্পানির শেয়ার দর কমেছে। টাকার পরিমাণে লেনদেন ৪৭৬ কোটি টাকার ঘরে উঠেছে।
জানা যায়, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৩৮ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ‘ডিএসইএস’ ২.২৯ পয়েন্ট কমে ১ হাজার ১৭২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬.৭১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৪৭৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫১১ কোটি ২৮ লাখ টাকা। এ হিসেবে বুধবার এ বাজারে লেনদেন কমেছে ৩৪ কোটি ৭৭ লাখ টাকা।
ডিএসইতে বুধবার লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৩৯টির, কমেছে ২০৬টির এবং দর অপরির্তিত ছিল ৪৯টির।
অপর শেয়ারবাজার সিএসইতে বুধবার ৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৭ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০২টির, কমেছে ১০৬টির এবং অপরির্তিত ছিল ২৯টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৪ হাজার ৬৩৭ পয়েন্টে।
বিনিয়োগবার্তা/ডিএফই//