এনবিআর

জনসচেতনতা বিষয়ক বিজ্ঞাপন প্রচার শুরু করেছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে মানুষের মাঝে ভ্যাট দেয়ার গুরুত্ব বোঝাতে বিজ্ঞাপন প্রচার শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিজ্ঞাপনগুলোতে তুলে ধরা হয়েছে ‘আপনাকে মানায় না’ থিম, যা সচেতনতা বাড়ানোর পাশাপাশি মানুষকে ভ্যাট দিতে অনুপ্রাণিত করবে।

বিজ্ঞাপনচিত্রগুলো নির্মাণ করেছে বিজ্ঞাপনী সংস্থা আউটবক্স লিমিটেড। সংস্থাটির সৃজনশীল দলের মতে, এমন একটি থিম নির্বাচন করা হয়েছে যা ভ্যাট দেয়ার গুরুত্ব বোঝানোর পাশাপাশি মানুষের মধ্যে দায়িত্ববোধ তৈরি করবে।

মোট পাঁচটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করা হয়েছে, যেখানে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ— সবার প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। এই বিজ্ঞাপনগুলোতে জনপ্রিয় মুখ হিসেবে দেখা যাবে কাজী উৎপল, রোজি সিদ্দিকী, মুক্তি জাকারিয়া, রাশেদ মামুন অপু, সুমন পাটোয়ারী এবং ইরফান সাজ্জাদসহ আরো অনেককে।

বিজ্ঞাপনচিত্রগুলোর নির্মাতা ইশতিয়াক মাহমুদ। জাতীয় রাজস্ব বোর্ডের সার্বিক সহযোগিতায় এগুলো তৈরি হয়েছে। দেশের শীর্ষ টেলিভিশন চ্যানেলগুলোতে ইতোমধ্যে বিজ্ঞাপনচিত্রগুলো প্রচার শুরু হয়েছে।

বিনিয়োগবার্তা/এসএএম//

 


Comment As:

Comment (0)