সরকার

মহার্ঘ ভাতা পাবেন পেনশনভোগীসহ সব সরকারি কর্মকর্তা-কর্মচারী

নিজস্ব প্রতিবেদক: সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে মহার্ঘ ভাতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে অবসরে গিয়ে যেসব কর্মকর্তা-কর্মচারী পেনশন সুবিধা ভোগ করছেন তারাও পাবেন এ সুবিধা। কর্মকর্তাদের জন্য একটু কম ও কর্মচারীদের জন্য একটু বেশি দেয়া হতে পারে।

রোববার সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান।

সংবাদ ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে সরকারি সব শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীদের একটি সুখবর দিতে চাই যে একটা পে-কমিশন করা দীর্ঘ সময়ের ব্যাপার। অন্তর্বর্তী সময়ে একটা মহার্ঘ ভাতা কমিটি করা হয়েছে, যেখানে আমি আছি। সামনের সপ্তাহে আমরা প্রথম মিটিং করব। সেখানে একটি বাস্তবায়ন কৌশল ও আপার লিমিট-লোয়ার লিমিট ঠিক করে অফিসার স্টাফ স্ল্যাব ঠিক করা হবে। তবে সিদ্ধান্ত নেবে সরকার।’

তিনি বলেন, ‘এবার যাতে মহার্ঘ ভাতা সুবিধা অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীরাও পান সে ব্যাপারে সরকার একমত। এটা অত্যন্ত সময়োপযোগী। যাতে এটা ইমিডিয়েট দেয়া যায়। আমাদের চেষ্টা থাকবে অল্প সময়ের মধ্যে সরকারকে সাজেশন দেয়া, যাতে বাস্তবায়ন করতে পারে। এটা যত তাড়াতাড়ি করা যায় তত ভালো। একেবারে পিয়ন থেকে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত মহার্ঘ ভাতা সুবিধা পাবেন। আমরা আগামী সপ্তাহে যদি প্রথম বসি, দু-তিনটার বেশি মিটিং লাগবে না। এটা দীর্ঘসূত্রতার বিষয় নয়।’

পেনশনভোগীদের মহার্ঘ ভাতার আওতায় আনার বিষয়ে সিনিয়র সচিব বলেন, ‘পেনশনভোগীদের এবার অন্তর্ভুক্ত করা হবে, কারণ তারা এমনি অসুস্থ, তার ওপর নানা ধরনের খরচ, চিকিৎসা ব্যয় ও ভাড়া রয়েছে। কিন্তু তাদের কোনো উপার্জন নেই। তাদের টাকার বেশি দরকার।’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, করপোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাড়ে ১৪ লাখের বেশি কর্মকর্তা ও কর্মচারী আছেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাপনে কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেয়া হয়, তাকে মহার্ঘ ভাতা বলা হয়। এতে মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সঙ্গে অতিরিক্ত দেয়া হয়। অর্থাৎ মহার্ঘ ভাতা দেয়া হলে কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়বে।

এদিকে আওয়ামী লীগ আমলে অবসরে যাওয়া বঞ্চিত ৭৬৪ জন কর্মকর্তাকে কমিটির সুপারিশ অনুযায়ী পদমর্যাদা এবং আর্থিক সুবিধা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান জনপ্রশাসন সচিব।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)