BRAC Bank_BB Financial Literacy Workshop

সাংবাদিকদের জন্য বাংলাদেশ ব্যাংকের আর্থিক সাক্ষরতাবিষয়ক কর্মশালার আয়োজন

নিজস্ব প্রতিবেদক: আর্থিক সাক্ষরতা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকর্মীদের ধারণা দিতে একটি কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক।

‘সেন্ট্রাল ব্যাংক কনসেপ্ট উইথ ফাইন্যান্সিয়াল লিটারেসি’ শীর্ষক দিনব্যাপী এই কর্মশালা আয়োজনের উদ্দেশ্য ছিল মানুষ, সমাজ এবং জাতীয় উন্নয়নে আর্থিক সচেতনতার তাৎপর্য এবং ভূমিকা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা।

১১ ডিসেম্বর ২০২৪ ঢাকার হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত এই সক্ষমতা বৃদ্ধি কর্মশালায় ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ১৫০ জনেরও বেশি গণমাধ্যমকর্মী অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মোহাসিন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মির্ধা, ফোরামের সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, দি সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সৌজন্যে এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ব্যাংক।

উদ্বোধনী বক্তব্যে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএফও এম মাসুদ রানা এফসিএ বলেন, “দেশে আর্থিক সাক্ষরতা বিকাশে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। স্কুল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, ১০ টাকার অ্যাকাউন্টের মতো উদ্যোগগুলো লাখ লাখ মানুষকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে এসেছে। গণমাধ্যমকর্মীদের জন্য আয়োজিত এই কর্মশালাটি আর্থিক সাক্ষরতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এই বিষয়টি নিয়ে আরও বিশ্লেষণধর্মী সংবাদ প্রকাশেও তাঁদের সাহায্য করবে। দেশে আর্থিক সাক্ষরতা ও সচেতনতা বৃদ্ধি কার্যক্রমে বাংলাদেশ ব্যাংকের সাথে যুক্ত থেকে ব্র্যাক ব্যাংক ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে অংশগ্রহণ অব্যাহত রাখবে।”

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)