ব্র্যান্ড ফোরামের আয়োজনে হতে যাচ্ছে এনআরবি সম্মেলন
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আগামী রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এনআরবি কনক্লেভ ২০২৪ শীর্ষক সম্মেলনের আয়োজন করেছে। ‘ট্রান্সফরমিং বাংলাদেশ থ্রু নলেজ রেমিট্যান্স’ থিমের অধীনে এই সম্মেলন হবে। লক্ষ্য, প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) জাতীয় উন্নয়ন ও প্রবৃদ্ধির সহায়ক ভূমিকায় নিয়ে আসার লক্ষ্যে প্রক্রিয়া ও কাঠামো প্রতিষ্ঠা করা।
এই সম্মেলন বিনিয়োগ, জ্ঞান ও দক্ষতা, রাষ্ট্রগঠন এবং প্রযুক্তি ও উদ্ভাবন—এই চারটি ভাগে সাজানো হয়েছে। এ ছাড়া আলোচনায় প্রাধান্য পাবে প্রবাসী বাংলাদেশিদের বৈশ্বিক দক্ষতার ব্যবহার, ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞান বিনিময়ে উৎসাহ প্রদান ও সামাজিক প্রভাব ও টেকসই উন্নয়নে ভূমিকা পালন করে এমন উদ্যোগগুলোতে এনআরবিদের সম্পৃক্ত করা।
সম্মেলনে তিনটি কিনোট সেশন, চারটি প্যানেল আলোচনা, একটি প্রজেক্ট লঞ্চিং সেশন ও একটি ন্যাশনাল ব্র্যান্ডিং কনটেক্সট শেয়ারিং সেশনে বিশেষজ্ঞ বক্তারা আলোচনা করবেন। অধিবেশনগুলো সাজানো হয়েছে পারস্পরিক সহযোগিতায় উৎসাহিত করা এবং প্রবাসীদের সম্পৃক্ততা বৃদ্ধির সহায়ক ও কার্যকর পরিকল্পনা তৈরির উদ্দেশ্যে। আয়োজনে প্রধান অতিথি হিসেবে প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনটি কিনোট সেশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়–সংক্রান্ত বিশেষ দূত, লুৎফে সিদ্দিকীসহ বিশিষ্ট বক্তারা উপস্থিত থাকবেন। লুৎফে সিদ্দিকী দ্য নিউ বাংলাদেশ ন্যারেটিভ বিষয়ে বক্তৃতা করবেন। বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ এবং প্রবাসী সম্পৃক্ততা বিষয়ে আলোচনা করবেন। হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ, ইউএইর চিফ এক্সপেরিয়েন্স অফিসার শাহরিয়ার পাভেল, সিআইপি ২০২৫ (এনআরবি) একটি অধিবেশন সঞ্চালনা করবেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//