Earthquack in Tibbet

তিব্বতে ভূমিকম্পে নিহত অন্তত ৫৩

ডেস্ক রিপোর্ট: চীনের তিব্বতে মঙ্গলবার সকালে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫৩ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। এর কম্পন ভারত, নেপাল, ভুটান ও বাংলাদেশ থেকেও অনুভূত হয়েছে। পরে বেশ কয়েকবার পরাঘাতও (আফটারশক) হয়।

চীন জানিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১।

চীনের বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এএফপি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে (তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল)। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর সিগাজের কাছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)