1000150436

অবৈধ বিদেশীরা জানুয়ারির মধ্যে ভিসা না নিলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘অবৈধভাবে বাংলাদেশে থাকা বিদেশীরা ৩১ জানুয়ারির মধ্যে ভিসা না নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ভিসা না থাকা অবস্থায় ধরা পড়লে ফেরত পাঠানো হবে।’ পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শনে গিয়ে গতকাল তিনি এ কথা বলেন।

দেশে অনেক বিদেশী আছেন, যাদের কোনো ভিসা নেই বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘যাদের ভিসা নেই তাদের অনেকে চাকরিও করছেন। ৩১ জানুয়ারির মধ্যে ভিসা না নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

পাসপোর্ট অধিদপ্তরে সেবার মান বাড়ানোর তাগিদ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পাসপোর্ট অধিদপ্তর একটি সেবামূলক প্রতিষ্ঠান। সেবার মান যেন আরো বাড়ে, সে বিষয়ে আলোচনা হয়েছে। এখনো পাসপোর্ট পেতে লোকজনকে অনেক ভোগান্তি পোহাতে হয়। এটা কীভাবে আরো কমিয়ে আনা যায়, তা নিয়েও আলাপ হয়েছে। পাসপোর্টে বিভাগে আগে যে পরিমাণ দুর্নীতি হতো, বর্তমান ডিজি (মহাপরিচালক) আসার পর তা অনেকটা কমেছে। এটি জিরো লেভেলে নামিয়ে আনতে হবে। এজন্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই আমরা ইলেকট্রনিক পাসপোর্ট করে ফেলব।’

অনেক রোহিঙ্গা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশে যাচ্ছে, অপকর্ম করছে—এমন অভিযোগের প্রসঙ্গে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এজন্যই পুলিশ ভেরিফিকেশনটা উঠানো যাচ্ছে না। পুলিশ ভেরিফিকেশন থাকছে নাকি থাকছে না, এখনই এ ব্যাপারে বলতে পারব না। যদি দেখা যায় যে শুধু আইডি কার্ড দিয়ে পারা যায়, তাহলে হয়তো পুলিশ ভেরিফিকেশন তুলে দেব।’

তিনি বলেন, ‘ডিবির নির্ধারিত পোশাক ছাড়া ডিবি এখন থেকে সাদা পোশাকে কাউকে গ্রেফতার করবে না। ডিবি আইনের বাইরে যাবে না। আইনের বাইরে গিয়ে কাউকে গ্রেফতার করবে না। ডিবিতে আয়নাঘর বা ভাতের হোটেল বলে কিছু থাকবে না। ডিবির প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা থাকবে। আইনের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না।’

গতকাল রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কার্যালয় পরিদর্শন এবং ডিবি ও সিটিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

পরিদর্শনকালে আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী উপদেষ্টার সঙ্গে ছিলেন।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)