মীনা সুইটস ও ওয়ালটন প্লাজার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
নিজস্ব প্রতিবেদক: জেমকন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মীনা সুইটস অ্যান্ড কনফেকশনারিজ লিমিটেড, ওয়ালটন প্লাজার সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এতে দুই কোম্পানির কর্মী ও সম্মানিত ক্রেতাদের জন্য বিশেষ সুবিধার দ্বার উন্মোচন করবে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকার ওয়ালটন করপোরেট অফিসে এই চুক্তি স্বাক্ষরিত হয়। রবিবার (১২ জানুয়ারি) জেমকন গ্রুপের পক্ষে তানভীর আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মীনা সুইটসের চীফ অপারেটিং অফিসার শামীম আহমেদ জায়গীরদার এবং ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মো. রায়হান উভয় পক্ষের কর্মকর্তাদের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক সই করেন।
এ সময় উপস্থিত ছিলেন মীনা সুইটসের ব্যবস্থাপক ও অপারেশন শেখ গোলাম রহমান শোভন, সহকারী ব্যবস্থাপক ও করপোরেট সেলস এ এইচ এম মঞ্জুরুল হক, ওয়ালটন প্লাজার মানবসম্পদ ও ব্যবস্থাপনা প্রধান মো. ফয়সাল ওয়াহিদ, চীফ সেলস এক্সিকিউটিভ ওয়াহিদুজ্জামান তানভীর, সেকশন হেড এইচ এম আমিনুর রশিদ।
এ সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় কোম্পানির কর্মী, ক্রেতা ও গ্রাহকদের নানা সুবিধা নিশ্চিত করার মধ্য দিয়ে প্রতিষ্ঠান দুইটির মধ্যে ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ় করবে বলে উপস্থিত সবাই আশা ব্যক্ত করেন।
বর্তমানে ঢাকা শহরে মীনা সুইটসের ২২ আউটলেট আছে, যার মধ্যে ১০টি নিজস্ব আউটলেট এবং ১২টি আউটলেট মীনা বাজারের অভ্যন্তরে অবস্থিত। এই সমঝোতা স্মারকের আওতায় ওয়ালটনের সব কর্মী ও সুরক্ষা কার্ডধারী ক্রেতারা মীনা সুইটসের আউটলেট থেকে বিশেষ সুবিধা পাবেন। সারাদেশের ওয়ালটন প্লাজা থেকে মীনা সুইটস ও জেমকন গ্রুপের সব কর্মী যেকোনও কেনাকাটার উপর বিশেষ ছাড় ও সুবিধা পাবেন।
মীনা সুইটস অ্যান্ড কনফেকশনারিজ লিমিটেড এবং ওয়ালটন প্লাজার মধ্যে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারক উভয় প্রতিষ্ঠানের ব্যবসায়িক সমৃদ্ধি ও অগ্রগতির নতুন পথ উম্মোচনে প্রত্যক্ষ ভূমিকা পালন করবে।
বিনিয়োগবার্তা/এসএএম//