পতন

পতনের ধারাবাহিকতায় সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক: সদ্য সমাপ্ত সপ্তাহজুড়েই শেয়ারবাজার নেতিবাচক ছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার শেষ কর্মদিবসের প্রথম ভাগে উভয় বাজার ভালো ইতিবাচক অবস্থার মধ্যে লেনদেন করলে শেষ বেলায় ধারাবাহিকভাবে পতনের বৃত্তে ফিরে আসে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩৪ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৮ পয়েন্ট।

জানা যায়, এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৮.৫৯ পয়েন্ট। ডিএসইতে শেয়ার দাম বেড়েছে ১৪১টি প্রতিষ্ঠানের। বিপরীতে দাম কমেছে ১৯৬টির। আর দাম পরিবর্তন হয়নি ৬২টি প্রতিষ্ঠানের। এরমধ্যে চার কোম্পানির শেয়ার দাম কমার কারণে ডিএসইর সূচক কমেছে ৯.৫৭ পয়েন্ট।
কোম্পানিগুলোর মধ্যে- অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ ডিএসইর সূচক ফেলেছে ২.৪৪ পয়েন্ট, রেনেটা ২.২৪ পয়েন্ট, মিডল্যান্ড ব্যাংক ২.০৩ পয়েন্ট এবং বিকন ফার্মা ১.৮৫ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৩৬৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন হয়েছিল ৪০৬ কোটি ৭৬ লাখ টাকার। সে হিসেবে লেনদেন কমেছে ৪৩ কোটি ৮ লাখ টাকার বা ১১ শতাংশ।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)