Walton Lacros Tournament Starts Friday

ওয়ালটন প্রথম জাতীয় ল্যাক্রোস প্রতিযোগিতা শুক্রবার থেকে শুরু

নিজস্ব প্রতিবেদক: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ল্যাক্রোস অ্যাসোসিয়েশনের আয়োজনে শুক্রবার (১৭ জানুয়ারি) থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন প্রথম জাতীয় নারী ও পুরুষ ল্যাক্রোস চ্যাম্পিয়নশিপ-২০২৫’। এশিয়া ল্যাক্রোস ইউনিয়নের সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্টিফিশিয়াল টার্ফে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবে রোববার পর্যন্ত।

অংশগ্রহণকারী দল ও খেলার ফরম্যাট

নারী ও পুরুষ— উভয় বিভাগে মোট ৮টি দল অংশ নিচ্ছে।

পুরুষ বিভাগ:

বাংলাদেশ পুলিশ
ঢাকা জেলা ক্রীড়া সংস্থা
স্যান্ড অ্যাঞ্জেল ক্লাব
জিসান স্পোর্টিং ক্লাব

নারী বিভাগ:

নারায়ণগঞ্জ জেলা
স্যান্ড অ্যাঞ্জেল ক্লাব
ঢাকা জেলা ক্রীড়া সংস্থা
শরীয়তপুর জেলা ক্রীড়া সংস্থা

খেলা রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। শীর্ষে থাকা দুটি দল ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে প্রতিযোগিতার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন ওয়ালটনের অ্যাডভাইজর (স্পোর্টস) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), এশিয়া প্যাসিফিক ল্যাক্রোস ইউনিয়নের সিইও ও প্রধান প্রশিক্ষক মাসুমি জিন্ন, এবং বাংলাদেশ ল্যাক্রোস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন।

ল্যাক্রোস বিশ্বের শতাধিক দেশে খেলা একটি জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী খেলা। নর্থ আমেরিকায় সৃষ্ট এই খেলা সম্প্রতি ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়েছে। আধুনিক অলিম্পিকে সাধারণত সিক্স-এ-সাইড ল্যাক্রোস খেলা প্রচলিত।

খেলার নিয়ম:

* সিক্স-এ-সাইড ল্যাক্রোসে প্রতি দলে ৬ জন খেলোয়াড়।
* ছোট আকৃতির মাঠে খেলা হয়, সময় ৩২ মিনিট (৮ মিনিট করে ৪টি কোয়ার্টার)।
* প্রতিপক্ষের গোলবারে বল স্কোর করতে হয়, এবং নিজেদের গোলপোস্ট রক্ষা করতে হয়।

উভয় বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি ও মেডেল প্রদান করা হবে।

ল্যাক্রোসের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি খেলার মাধ্যমে দেশের ক্রীড়াক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হতে যাচ্ছে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)