থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের সাক্ষাৎ
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াবে মালয়েশিয়া ও থাইল্যান্ড
ডেস্ক রিপোর্ট: সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে মঙ্গলবার (২১ জানুয়ারি) থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে উভয় দেশের নেতৃবৃন্দ বানিজ্য ও বিনিয়োগ বাড়াতে তাদের আগ্রহের কথা জানিয়েছেন বরে জানা গেছে।
বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//