ব্রিসবেনে প্রিমিয়াম ইকোনমি সেবা চালু করবে এমিরেটস
নিজস্ব প্রতিবেদক: এমিরেটস এয়ারলাইন আগামী ১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে তাদের সর্বশেষ ও জনপ্রিয় প্রিমিয়াম ইকোনমি সেবা চালু করার ঘোষণা প্রদান করেছে। দুবাই ও ব্রিসবেনের মধ্যে তিনটি সাপ্তাহিক ফ্লাইটে এই সেবা গ্রহণ করতে পারবেন যাত্রীরা।
এই রুটে চলাচলকারী নবসজ্জিত বোয়িং ৭৭৭ উড়োজাহাজে প্রিমিয়াম ইকোনমি শ্রেণী অন্তর্ভূক্ত করা হয়েছে। সিডনী এবং মেলবোর্নের পর ব্রিসবেন হবে তৃতীয় গন্তব্য যেখানে এই বিশেষ শ্রেণীর সেবা পাওয়া যাবে।
১ এপ্রিল ২০২৫ সাল নাগাদ অস্ট্রেলিয়ার সিডনী, মেলবোর্ন এবং ব্রিসবেন ভ্রমণে সপ্তাহে প্রায় চার হাজার প্রিমিয়াম ইকোনমি শ্রেণী যাত্রী আসন পাওয়া যাবে। বর্তমানে সিডনী এবং মেলবোর্নে পরিচালিত দৈনিক দু’টি করে ফ্লাইটে এই সেবা দেয়া হচ্ছে। ৩০ মার্চ মেলবোর্নে পরিচালিত তৃতীয় একটি ফ্লাইটেও প্রিমিয়াম ইকোনমি সেবা অন্তর্ভূক্ত হবে।
এমিরেটসের নতুন এই শ্রেণীটি ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। শ্রেণীটিতে শব্দদূষণ ন্যুনতম, ১৯.৫ ইঞ্চি আসনগুলো বিজনেস শ্রেণীর আদলে সর্বোচ্চ আরামদায়ক এবং আসনের সঙ্গে রয়েছে সিক্সওয়ে এডজাস্টেবল হেডরেস্ট, ফুটরেস্ট এবং যথেষ্ট রিক্লাইনের সুবিধা। প্রতিটি আসনের সঙ্গে যুক্ত রয়েছে ১৩.৩ ইঞ্চির স্ক্রিন, চার্জিং পয়েন্ট এবং আকর্ষণীয় সাইড ককটেল টেবিল।
প্রিমিয়াম ইকোনমি শ্রেণীর যাত্রীদের উন্নতমানের গ্লাসে ওয়েলকাম ড্রিংক সার্ভ করা হয়। খাবার বেছে নেবার ক্ষেত্রেও রয়েছে একাধীক অপশন; খাবার পরিবেশনায় ব্যবহৃত হয় রয়্যাল ডোলটন চীনা পাত্র এবং স্টেইনলেস স্টীল কাটলারি। এই শ্রেণীর যাত্রীদের অতিরিক্ত বেভারেজ সরবরাহ করা হয়। এছাড়াও যাত্রীদের দেয়া হয় এমিনিটি কীট যা রিসাইকেল ম্যাটেরিয়াল করে তৈরি হয়ে থাকে। সাস্টেইনেবল কম্বলের সাথে দেয়া হয় বেশ বড় আকারের বালিশ যেগুলো বিশেষভাবে এই শ্রেণীর জন্য তৈরি করা হয়েছে।
এমিরেটস বর্তমানে ব্রিসবেনে দৈনিক দু’টি করে ফ্লাইট পরিচালনা করছে। অস্ট্রেলিয়ার সিডনী, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ এবং এডিলেইডে এমিরেটস পরিচালিত সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা বর্তমানে ৭৭টি।
বিনিয়োগবার্তা/ডিএফই//