Finance Advisor AmCham Meeting

বিদেশি বিনিয়োগ বাড়াতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দেশে বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রবিবার (২৬ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত ‘ব্যবসায় ও বিনিয়োগের পরিবেশ উন্নয়নের জন্য নীতি সামঞ্জস্য’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

উদ্বোধনী বক্তব্যে অ্যামচাম বাংলাদেশের সহ-সভাপতি এরিক এম ওয়াকার বলেন, বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ, পরিকাঠামো এবং নীতিমালা উন্নত করতে হবে। যাতে বাণিজ্য ও বিনিয়োগের প্রতিযোগিতা বাড়ে।

সংলাপে নীতিমালা সংশোধন, কর সহজীকরণ, বিনিময় হার স্থিতিশীলতা নিশ্চিত করা এবং বাণিজ্য বৃদ্ধি এবং এলডিসি গ্রাজুয়েশনের জন্য প্রস্তুতির লক্ষ্যে পরিকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য উদ্যোক্তা ইকোসিস্টেম উন্নয়নে চলমান সংস্কারে গুরুত্ব দিতে হবে।

এছাড়া অনুষ্ঠানে মিস্টার ফরেস্ট ই. কুকসন, অ্যামচেমের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমদসহ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এনবিআর, ইপিবি, পেট্রোবাংলা, বাংলাদেশ ব্যাংক, ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, বিডা, বিএসটিআই, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, বিইআই এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা সভায় অংশ নেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)