আইসিএসবির প্র্যাকটিসিং চার্টার্ড সেক্রেটারীদের আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) “Connecting Minds with Chartered Secretaries in Practice: Ideas, Insights and Innovation” শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করেছে। শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন আইসিএসবির ট্রেজারার ও সেক্রেটারিয়াল প্র্যাকটিস অ্যাসিওরেন্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। উক্ত অনুষ্ঠানে বিশেষ উপস্থাপনা প্রদান করেন আইওটিএ কনসালটিং বাংলাদেশ’র সিইও মো. গোলাম কিবরিয়া।
মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সকলকে আলোচনা সভায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সূচনা করেন। তিনি চার্টার্ড সেক্রেটারীগণের প্র্যাকটিসিং পেশার সম্ভাবনা, নতুন ক্ষেত্র তৈরি এবং ব্র্যান্ডিংয়ের অগ্রগতির কথা উল্লেখ করেন।
তিনি উল্লেখ করেন যে, প্র্যাকটিসিং চার্টার্ড সেক্রেটারীগণের কার্যপরিধি সম্প্রসারিত হয়েছে এবং উল্লেখযোগ্য সংখ্যক জ্যেষ্ঠ সদস্য প্র্যাকটিস পেশায় অন্তর্ভুক্ত হয়েছেন, যা একটি ইতিবাচক দিক। এছাড়াও, আইসিএসবির ব্র্যান্ডিং নিয়ে কাজ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তিনি প্রাইভেট প্র্যাকটিস গাইডলাইনের আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন।
আইওটিএ কনসালটিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও মো. গোলাম কিবরিয়া “Sustainability and the Roles of Chartered Secretaries” শীর্ষক উপস্থাপনা প্রদান করেন। তিনি কর্পোরেট জবাবদিহিতা, স্থায়িত্ব ও রেগুলেটরি কমপ্লায়েন্স নিশ্চিত করার ক্ষেত্রে চার্টার্ড সেক্রেটারীগণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁর উপস্থাপনায় GRI, ESRS এবং IFRS এর মতো প্রধান রিপোর্টিং স্ট্যান্ডার্ড এবং ইএসজি সংক্রান্ত ঝুঁকি ও সুযোগ নিয়ে আলোচনা করা হয়।
আইসিএসবির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এম নুরুল আলম এই আলোচনা সভার আয়োজনের জন্য সেক্রেটারিয়াল প্র্যাকটিস অ্যাসিওরেন্স কমিটিকে ধন্যবাদ জানান। তিনি একটি সার্বজনীন রিপোর্টিং ফ্রেমওয়ার্ক তৈরি করার প্রস্তাব করেন। তিনি আরও উল্লেখ করেন, আইসিএসবি ব্র্যান্ডিংয়ের ওপর কাজ করছে।
আইসিএসবির ভাইস প্রেসিডেন্ট এ কে এম মুশফিকুর রহমান আয়োজকদের ধন্যবাদ জানান এবং কোম্পানি আইনে চার্টার্ড সেক্রেটারী পেশার অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আইসিএসবির কাউন্সিল সদস্য ও সেক্রেটারিয়াল প্র্যাকটিস অ্যাসিওরেন্স কমিটির সদস্য মোহাম্মদ হারুন আর রশীদ রিপোর্টিং স্ট্যান্ডার্ড উন্নয়নে কমিটির ভূমিকা নিয়ে আলোচনা করেন।
আইসিএসবির কাউন্সিল সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া সংশ্লিষ্ট সরকারি সংস্থার সাথে কাজ করার মাধ্যমে আরও প্রবেশাধিকার নিশ্চিত করার কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্র্যাকটিসিং সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোহসিন, আবু হানিফ বারি, এম. নুরুল আলম, মিজ সুরাইয়া পারভীন, এ. কে. এম. হারুন উর রশিদ, এস. আব্দুর রশিদ, মোঃ মিজানুর রহমান, মিজ জেসমিন আক্তার, উত্তম কুমার দে, রাজা মাহমুদুল হক, হাদিসুল আলম, মোঃ সালাহউদ্দিন, মোহাম্মদ জাফর উল্লাহ এবং মোহাম্মদ গোলাম কিবরিয়া। প্র্যাকটিসিং সদস্যগণ স্বতঃস্ফূর্তভাবে আলোচনায় অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা এই সময়োপযোগী আলোচনা সভা আয়োজনের জন্য চেয়ারম্যান ও সেক্রেটারিয়াল প্র্যাকটিস অ্যাস্যুরেন্স কমিটিকে ধন্যবাদ জানান। তারা বলেন, প্রাইভেট প্র্যাকটিস গাইডলাইনকে সর্বশেষ তথ্য এবং পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য করে হালনাগাদ করা প্রয়োজন। এছাড়াও, তারা আইসিএসবির ব্র্যান্ডিং নিয়ে কাজ করা, প্রতিষ্ঠানের কাজের ক্ষেত্র সম্প্রসারণ এবং রিপোর্টের কাঠামোর উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স অডিটরদের ফি সম্পর্কিত বিষয়েও সভায় আলোচিত হয়।
আলোচনা শেষে একটি ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে প্রশ্নের উত্তর প্রদান করেন এম. নুরুল আলম এবং মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। সবাই আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে এ ধরনের আলোচনা সভা নিয়মিত অনুষ্ঠিত হবে।
পরিশেষে, আইসিএসবির ভারপ্রাপ্ত সভাপতি এম. নুরুল আলম সেমিনারের সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//